31 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে কিউবার প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক বছরেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এর মধ্যে ক্যারিবিয়ান দেশ কিউবায় ফিলিস্তিনপন্থি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে মিছিলটিতে নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

রাজধানী হাভানায় অনুষ্ঠিত এ মিছিলে হাজার হাজার কিউবান জনগণ অংশগ্রহণ করেন, প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল ও অন্যান্য নেতাদের সঙ্গে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ ‘কেফিয়াহ’ পরিধান করেন।

মিছিলে অংশ নেওয়া প্রায় ২৫০ জন ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও নিজেদের সমর্থন জানান। তারা একটি বড় ব্যানার বহন করেন, যাতে লেখা ছিল, ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন