26.8 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ সাধারণ মানুষের নির্বিচার হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার শহীদ হাসান চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিন্নাহ ফয়সাল ইকবালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইমুম আরাফাত সাইমুমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

অতিথির বক্তব্যে তারা বলেন, ২০২৩ সাল থেকে ইসরায়েল গাজা ও রাফাহ শহরে টানা হামলা চালিয়ে নারী-শিশুসহ লাখো নিরীহ মানুষকে হত্যা করেছে। এ হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ। তারা এ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোকে গাজায় চলমান এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের উচিত, রাষ্ট্রীয়ভাবে এ নৃশংসতার প্রতিবাদ জানানো।

সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: গাজায় আপাতত ত্রাণ যাবে না : ইসরায়েলের সেনাবাহিনী

দেখুন: মিশর-ইসরাইল যু/দ্ধে/র দোরগোড়ায়! এক দিনেই তেল আবিব দখলের হু/ম/কি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন