31 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

ইসরায়েলে বন্দুক হামলায় পুলিশ নিহত, আহত ৫

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নগরী আশদোদে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত এক পুলিশ সদস্য নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আশদোদের ইয়াভনি এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে। ইসরায়েলি পুলিশ এই হামলার ঘটনাকে ‘‘সন্ত্রাসী হামলা’’ বলে অভিহিত করেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, আশদোদ থেকে তেল আবিবকে সংযোগকারী মহাসড়কের পাশে ইয়াভনি ইন্টারচেঞ্জের কাছে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন এক হামলাকারী। এ সময় সশস্ত্র এক বেসামরিক নাগরিকের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘‘বন্দুকধারী এক সন্ত্রাসী পুলিশ সদস্যসহ পাঁচজনকে আহত করেছেন। পরে গুরুতর আহত পুলিশ সদস্য মারা গেছেন।’’

হামলাকারী পায়ে হেঁটে প্রধান সড়কের কাছে এসে পুলিশ সদস্যকে লক্ষ্য করে নির্বিচার গুলি চালিয়েছেন। এতে পুলিশের ওই সদস্য গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আরও পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন