ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্তে অটল ইরান। হামলা থেকে পিছু হটতে পশ্চিমা দেশগুলোর আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়ার অধিকার তার দেশের রয়েছে। তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। ক্ষেপণাস্ত্র ছুড়ে তাকে হত্যা করা হয়।
এর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।