জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির কার্যালয়ে রাতের আঁধারে সংঘটিত হামলা ও লুটপাটে এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। সোমবার (৬অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার মার্কাজ মসজিদ সড়কে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য মতে, ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল কার্যালয়ে হানা দিয়ে সিলিং ফ্যান, চেয়ার-টেবিল, টিভি, আলমারি, গুরুত্বপূর্ণ ফাইল ও দলিলসহ মূল্যবান নথিপত্র লুট করে নেয়। শুধু তাই নয় অফিসের আসবাবপত্র নিয়ে যায় তারা।
ঘটনার পরদিন (৭ অক্টোবর) কমিটির সদস্য শান্ত মিয়া ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় আশপাশের কয়েকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল বলেন,“অফিসের মূল্যবান দলিল ও সরঞ্জাম হারিয়ে যাওয়ায় আমাদের সংগঠনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
পড়ুন : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ইসলামপুরে মানববন্ধন


