১৫/০১/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ’ ও দখলদারিত্বের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে “ইসলামী ব্যাংক ইসলামপুর গ্রাহক ফোরাম”।

সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামপুর বাজার শাখার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ জনতা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে অস্বাভাবিক সংখ্যক নিয়োগ দিয়ে দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, যা ব্যাংকের স্বাভাবিক প্রশাসনিক কাঠামো ও সেবার মানকে প্রশ্নবিদ্ধ করেছে।

গ্রাহক ফোরামের সদস্য অব্দুর রহমান ওমর জানান, এই সময়ে চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে পটিয়া এলাকা থেকে ৭,২২৪ জনকে নিয়োগ দেওয়া হয়—যার মধ্যে প্রায় ৪,৫০০ জনই পটিয়ার। তিনি বলেন, “এভাবে এককভাবে একটি জেলার প্রাধান্য দেওয়ায় ইসলামী ব্যাংকের জাতীয় চরিত্র ক্ষুণ্ন হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির হোসেন বলেন, “এস আলম গ্রুপের সময় যেসব কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, তাদের অনেকেই গ্রাহক সেবায় অদক্ষ ও দুর্ব্যবহারকারী। ব্যাংকিং ব্যবস্থায় তাদের পেশাদারিত্বের অভাব স্পষ্ট।”

বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধ নিয়োগ’ বাতিল করে মেধা, নৈতিকতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সারাদেশ থেকে নিয়োগ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ, মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন