22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নির্বাচনের যাত্রা শুরু হয়েছে: নজরুল

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার ট্যুর্ক সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দু-একদিনের মধ্যে সার্চ কমিটি চূড়ান্ত করা হবে।

অন্যদিকে সরকারের সংস্কারের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মানবাধিকার প্রধান। সরকারকে সমর্থনের কথা বলেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে সফরত প্রতিনিধির সাথে আমার কথা হয়নি।

“আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে পারি- আমাদের সরকারের নির্বাচনমুখি প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, তা শুরু হয়ে গেছে। নির্বাচনমুখি যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন।”

বিচার বিভাগ স্বাধীনের কথা বলছেন। বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা হয়েছে। মুত্যুদন্ড রহিত করার সম্ভাবনা আছে কিনা জানতে চেয়েছেন ভলকার। ফ্যাসিস্টদের রক্ষার জন্য মৃতু্দন্ড রহিতের প্রশ্সই আসেনা। দায়ীদের আত্মপক্ষ নেবার সুযোগ সৃস্টি করছি। মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার কথা বলেছি।

আইন উপদেষ্টা বলেন, প্রতিশোধের ইচ্চায় বিচার হচ্ছেনা। নির্বাচন নিয়ে কথা হয়নি। তবে সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি হয়ে যাচ্ছে। ২/১ দিনের মধ্য হয়ে যাবে। ভুয়া নির্বাচন হবেনা। হালনাগাদ হবে ভোটার তালিকা।

আওয়ামী লীগ নিয়ে আইন উপদেষ্টা বলেন, অন্য দেশে বসে যারা হুমকি দেয় তাদের দেশের মানুষ দেখতে চায় কিনা, রাজনৈতিক অধিকার আছে কিনা তা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন