ফ্রান্সে শুরু হলো ই-পাসপোর্ট সেবা। দুই বছর আগে ই-পাসপোর্ট কার্যক্রমের সরঞ্জামাদি প্যারিসে পৌঁছালেও কারিগরি টিম ও প্রযুক্তিগত সহায়তার অভাবে প্যারিসে চালু হয়নি তা।
অবশেষে হাজারো ফ্রান্স প্রবাসীর দাবি পূরণ হলো। রবিবার ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ধারণা প্রদান করেন ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নুরুস সালাম। এসময় তিনি বলেন, আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট পাওয়া যাবে।
টিএ/