ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
বিজ্ঞাপন
এসময় আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।
ব্যবসায়ীরা জানান, আগামী শুক্রবার (২৮মার্চ) থেকে পরের শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শনিবার (৫এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় ব্যবসায়ি কার্যক্রম শুরু হবে। তারা আরো জানান,বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়িদের চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি পাহাড়ি রাজ্যে ছোট-বড় মাছ,শুটকি পাথর, সিমেন্ট, প্লাষ্টিক সামগ্রিসহ প্রায় অর্থশতাধিক পন্য রপ্তানি হয়।
এনএ/


