১৪/০১/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের আগে দিনরাত ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শ্রমিকরা

ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার জুতা কারখানার খ্যাতি ছড়িয়ে আছে দেশজুড়ে। আসন্ন ঈদকে ঘিরে শ্রমিকরা দিনরাত ব্যস্ত জুতা তৈরীতে। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধিতে এর প্রভাব পড়েছে জুতার বাজারে।

বিজ্ঞাপন


১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় পাদুকা ব্যবসা। জেলায় বর্তমানে ৪০টি আধুনিক যন্ত্রপাতিসহ শতাধিক জুতার কারখানা রয়েছে। যেখানে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করছেন। প্রতিবছর এ সময়টাতে দুই ঈদ সামনে রেখে, কারখানাগুলো ব্যস্ত সময় পার করছেন।

ঈদের কারখানাগুলোতে জুতা প্রস্তুতে ব্যবহৃত হয় অটোমেটিক মেশিন।

আবার কিছু কারখানায় হাতে বানানো হয় এসব জুতা। সেখানে লেডিস, জেন্টসসহ শিশুদের জুতা তৈরী হয় প্রতি বছর। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, কিছুটা সংকট তৈরী হলেও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন মালিকরা।

এখানকার উন্নত মানের জুতার রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের সহায়তা চান, জেলা পাদুকা শিল্প মালিক সমিতির নেতারা।দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পড়ুন:আগে রে‌মিট্যান্স এলো ১৫ দিনে ১৬৫ কোটি ডলার

দেখুন: দেশবাসীকেশুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন