ঈদের চতুর্থ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছেন নগরবাসী। এতেই জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকেই রমনা পার্ক, মিরপুর-১ এর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু পার্ক, ফ্যান্টাসি কিংডম ও বলধা গার্ডেনসহ রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রে দর্শকদের প্রচুর ভিড় দেখা গেছে। ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।

সকাল ১০টায় জাতীয় চিড়িয়াখানার গেট খুলে দেয়ার পর থেকেই শুরু হয়ে যায় দর্শনার্থীদের ঢল। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ সিংহ দেখতে এসেছে ছোট্ট সোনামনিরা। বইয়ের পাতার ছবিগুলোকে বাস্তবে দেখে বেশ খুশি তারা।
বাবা মায়েরাও বলছেন, পশুপাখিদের সঙ্গে পরিচয় করাতেই তারা বাচ্চাদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। তবে প্রাণীদের সার্বিক পরিস্থিতি দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। আরও বেশি পরিচর্যার প্রয়োজন আছে বলেই মন্তব্য করেন ঘুরতে আসা মানুষ।
এদিকে, অতিরিক্ত মানুষের ঢল সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দিকে নজর দেয়া হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এবার ঈদের দীর্ঘ ছুটি পাওয়া গেছে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি উপভোগ করতে পারছে। ঈদের ছুটির তিনদিনের মতো চতুর্থ দিন বৃহস্পতিবারও ফ্যান্টাসি কিংডমে তেমন ভিড় ছিল না। তবে যারা এসেছে বিভিন্ন ধরনের রাইড এনজয় করছে। আজও প্রচন্ড গরমে ওয়াটার কিংডমে পানিতে নেমে আনন্দে মেতেছে বিনোদনপ্রেমীরা।