ঈদের দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকালে রংপুর, ময়মনসিংহ, ও চট্টগ্রামে দিনভর বৃষ্টির সম্ভাবনা হয়েছে। আর ঢাকায় বৃষ্টিপাত হবে দুপুরের পর।
ঈদের দিন ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে ঈদের জামাতে কোনো প্রভাব পড়বে না। নিশ্চিন্তেই ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা বাড়তে পারে।
তবে ঈদের দিন ভোগান্তিতে পড়তে হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মুসল্লিদের। এসব বিভাগে দিনভর মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানিতে সমস্যায় পড়তে হবে এসব এলাকার মানুষকে।
১৯ জুনের পর সারাদেশেই টানা বৃষ্টিপাত শুরু হবে বলেও পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।