ঈদের পর বাজারে ক্রেতা কম। তবে, নিত্যপণ্যের দাম চড়া। বেড়েছে মরিচ, আলু, শসা, টমেটোসহ বেশকটি পণ্যের দর। ব্রয়লার মুরগির কেজিতে একদিনেই বেড়েছে ২০ টাকা। মাছের বাজারেও দাম বাড়তি।
ঈদের ছুটির পর প্রথম শুক্রবার। এখনো চিরচেনা রূপ ফেরেনি রাজধানীর কাচাবাজারে। ক্রেতা নেই তেমন। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম, বরাবরের মতোই চড়া।
কোরবানি ঈদের পর সাধারণত বাজারে ব্রয়লার মুরগির চাহিদা থাকে কম। দামও থাকে পড়তির দিকে। কিন্তু এবার বাজারে উল্টো চিত্র। ১ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা।
কাঁচাবাজারে গাজর, টমেটো, কাঁচা মরিচের দাম বাড়তি। এদিক, প্রায় সব মাছের কেজিতেই বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে এখন সবকিছুরই যোগান কম। তাই, চাহিদা তেমন না থাকলেও দাম কমেনি।