25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ঈদে বলিউডে অক্ষয় কুমারের সিনেমা

এবার ঈদে ভারতের চলচ্চিত্র জগৎ হিসেবে পরিচিত বলিউডে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রুফের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসেও মোটামুটি ভালোই ব্যবসা করছে ভারতীয় সেনা অফিসারের কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি।

দুই-তিন বছর ধরে বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে। ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো সিনেমাগুলো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। একই অবস্থা টাইগার শ্রফেরও। ‘হিরোপান্থি ২’, ‘গণপত’-এর মতো সিনেমা বক্স অফিসে ব্যর্থ। এবার একসঙ্গে জুটি বেঁধে কিছুটা হলেও খরা কাটিয়ে বক্স অফিসে আশার আলো দেখতে পেল অক্ষয়-টাইগারের ঈদ রিলিজ ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। 

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আরো রয়েছেন মানুষী চিল্লার, আলায়া এফ, সোনাক্ষী সিনহা, জুগাল হাসরাজ প্রমুখ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন