খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ।
আয়োজিত মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবু তাহের আনছারি, সিনিয়র সহ-সভাপতি আবদুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত দিন। তাই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ইসলাম ধর্মের সঠিক আদর্শ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আয়োজনে উপস্থিত বক্তারা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকলকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কর্মসূচি পালনের আহ্বান জানান।
পড়ুন : খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


