১৪/০১/২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈশ্বরদী বিজয়স্তম্ভে জয় বাংলা স্লোগান, সাময়িক উত্তেজনা

পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর ‘জয়বাংলা’ সহ নানান স্লোগান দেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা । শ্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, ঈশ্বরদী উপজেলার ভারতে উচ্চতর সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল ৯টার দিকে আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যায় একদল বীরমুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীরমুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ সহ নানান স্লোগান দেন । স্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, বীরমুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারে। জয় বাংলা শ্লোগান আওয়ামী লীগ বা অন্য কোন রাজনৈতিক দলের স্লোগান না। জয়বাংলা আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এ স্লোগান মহান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাছাড়া আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়েছি, জয় বঙ্গবন্ধুতো বলেনি।

আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাই না। স্লোগান দেয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিজয় স্তম্ভে জয়বাংলা স্লোগান বিষয়টি শুনেছি। এ নিয়ে বড় ধরনের কোন অঘটন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি।

পড়ুন- ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর এর উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচি পালন

দেখুন- মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন