১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উখিয়ায় বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল জোরদার করা হলে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। আটকরা হলেন— মো. শফি (৭০), পিতা মৃত আব্দুর রহমান এবং মো. জিয়াবুল হক (১৫), পিতা জোবায়ের হোসেন। দু’জনই উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-১০ এর বাসিন্দা। তাদের সঙ্গে থাকা কালো ব্যাগ তল্লাশি করে মোট ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন এ অঞ্চলে দীর্ঘদিন ধরে বিজিবি সফলভাবে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে আসছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

পড়ুন :উখিয়ায় এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের খবরে বিএনপির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন