বাংলাদেশ সেনাবাহিনী দলমত নির্বিশেষে সেবার মানকে আরো গতিশীল করে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হাজী ক্যাম্পে অবস্থিত উত্তরা আর্মি ক্যাম্পটি স্থানান্তর করে নতুন ঠিকানা প্লট নং ২৮,রোড নং-৭ সেক্টর- ৩ ফ্রেন্ডস ক্লাবে নেওয়া হয়েছে।
এই ক্যাম্প থেকে গত কয়েক মাস যাবত উত্তরখান ও দক্ষিণখান এলাকা টহলসহ সকল প্রকার অভিযান কার্যক্রম পরিচালিত হতো। জানা যায়, কয়েকদিন পর থেকে দক্ষিণখান আসকোনা হজ্জ ক্যাম্প থেকে হজ্জের কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে কয়েকদিন পর থেকে হজ্জ কার্যক্রম শুরু হলে সেটি যেন কোন ভাবেই ব্যাহত না হয় এবং কার্যক্রমকে সুন্দর ও সাবলীল করে তুলতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
আজ ৩রা এপ্রিল বৃহস্পতিবার হাজী ক্যাম্পে অবস্থিত উত্তরা আর্মি ক্যাম্পের সিইও বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গত কয়েকমাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উত্তরা টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্য দ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে অবৈধ অস্ত্র, বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, অবৈধ বৈদেশিক মুদ্রা, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক কারখানায় বেতন ও বোনাস সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ফলে সড়ক অবরোধসহ বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টি হয়, যা নিরসনে সেনাবাহিনীর সদস্যরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে আজ থেকে বিশেষ করে উত্তরখান ও দক্ষিণখান এলাকার সাধারণ মানুষকে হাজী ক্যাম্পের পরিবর্তে উত্তরা ফ্রেন্ডস ক্লাবে স্থানান্তরিত আর্মি ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য তারা অনুরোধ জানানো হয়।
এ সময় তাদের সাথে যোগাযোগের কয়েকটি মোবাইল নাম্বার দেন। নাম্বার সমুহ হলো : ০১৭৬৯০২৫৭৬৫, ০১৭৬৯০২৫৭৬৬, ০১৭৬৯০২৫৭৬৭, ০১৭৬৯০২৫৭৬৯.