উন্নয়ন পরিকল্পনা পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনে যোগ দিয়ে একথা বলেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।
দেশের পুরনো পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আইইবি প্রাঙ্গণে আয়োজিত কনভেনশনের উদ্বোধন করেন তিনি।
এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। তাই বক্তব্যে সরকারপ্রধান বলেন, উন্নয়ন পরিকল্পনাগুলো পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী হতে হবে।
পরিকল্পনাগুলো যেনো টেকসই হয় সেদিকেও নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। বক্তব্যে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানান।