19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত অন্তত ২০

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই ঘটনায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার উপকূলরক্ষীরা দেশটির উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পরে আফ্রিকা থেকে আসা ২০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে বলে বুধবার দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় তিউনিসিয়ায় ৯ জন নিহত হয়। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাত্রা করার সময় তাদের নৌকা ডুবে যায় এবং এতে আরও ছয়জন নিখোঁজ হন।

ন্যাশনাল গার্ড জানিয়েছে, বুধবার তিউনিসিয়ার উপকূলরক্ষীরা একই নৌকায় থাকা আরও পাঁচজনকে উদ্ধার করেছে এবং এখনও নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান চলছে।

এনএ/

আরও পড়ুন: ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা

দেখুন: এবার বিস্ময়কর আ*ত্মঘাতী ড্রোনে সফল হলো ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন