সোমবার মধ্যরাতে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার। আজ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে হবে ভোটগ্রহণ।
এই ধাপের নির্বাচনে মোট ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে এবার ভোট হবে ৯০টি উপজেলায়। নির্বাচন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায়, নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।