24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ ৬২ প্রস্তাবনা বিএনপির

সংবিধান সংস্কার কমিশনের কাছে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ রাখাসহ মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের দল লিখিত আকারে এ প্রস্তাব জমা দেয়। পরে বিএনপির এ নেতা বলেন, উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিসহ বেশ কিছু বিষয়ে বদল চান তারা।

প্রস্তাব জমা দিতে সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনে যান বিএনপির সিনিয়র নেতা সালাহ-উদ্দিন আহমদের নেতৃত্বে দুই সদস্যর দল।

লিখিত আকারে সংস্কার প্রস্তাব জমা দেন তারা কমিশনে এ সময় কমিশনের বেশ কিছুক্ষন বৈঠক করেন তারা।

পরে বিএনপি নেতারা  বেরিয়ে এসে  কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান সংবিধানের মুল প্রস্তাবনায় কিছু নতুন প্রস্তাব করা হয়েছে এ ছাড়াও কিছু সংশোধনীর প্রস্তাবও দেয়া হয়েছে।

উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক চায় বিএনপি
উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক চায় বিএনপি

সংসদ না থাকায় সংবিধান কিভাবে সংশোধন হবে  সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, সব রাজনৈতিক দলের  ঐক্যমত থাকলে যারা ক্ষমতায় আসবে তারা সেভাবে সংবিধান পরির্বতন করবে।

আর সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, প্রস্তাব জমা পড়ছে কমিশন সেগুলো বিশ্লেষন করছে।

কশিশনের অফিশিয়াল ওয়েব সাইটে এখন পযর্ন্ত ৪৭হাজার সাধারণ মানুষের প্রস্তাব জমা হয়েছে। এ ছাড়াও  ২৮টি সংগঠন, ২৩জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুন চিন্তাবিদের সাথে কমিশন মতবিনিময় করেছে বলেও জানান কমিশন প্রধান।

টিএ/

পড়ুন: ‘রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না’

দেখুন: ভারতে ওবায়েদুল কাদের? ক্ষোভে দেখা করতে চাননি হাসিনা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন