16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

উল্টোরথে শেয়ারবাজার: সূচকের সঙ্গে বাজার চিত্রের মিল নেই

সূচক বাড়ছে কিন্তু শেয়ার দর কমেছে। দেশের শেয়ারবাজারে চিত্র যেন উল্টোরথে চলছে। এখানে সূচক বৃদ্ধির সঙ্গে বাজার চিত্রের কোন মিল খুঁজে পাচ্ছে না বিনিয়োগকারীরা।

সাধারণত সূচক বৃদ্ধি পেলে বেশিরভাগ শেয়ার দর বৃদ্ধি পায়। তবে ভলিউম ও শেয়ার দরের ওপর নির্ভর করে সূচকের বাড়া-কমা হতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ শেয়ার দর কমলেও সূচক বৃদ্ধি পেতে পারে। তবে এই চিত্রটি বেশি একটা দেখা যায় না।

গেল কয়েকদিন বেশিরভাগ শেয়ারের দরপতন চলছে। অন্যদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সূচক বাড়ছে কিন্তু শেয়ার দর বাড়ছে না-এমন চিত্র দেখে বিনিয়োগকারীদের এক ধরণের অস্থিরতা ও হতাশা তৈরি হয়েছে।

জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৬০.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৩.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৬.৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ২৮.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩১ লাখ ৫ হাজার ৩৪০ টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৫৯৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০৫ শতাংশ বা ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৪.৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৩৮ লাখ ৮ হাজার ২১১টি শেয়ার ১ লাখ ৮৫ হাজার ৭৩০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১৮৬.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। এছাড়া দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৭০৪ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন