অতিরিক্ত খরচ করেও উৎপাদন সংকটে শিল্প কারখানা। এখনো গ্যাস সংকট চলছে। ফলে রপ্তানিমুখী বড় শিল্প কারখানাগুলো ধুকছে গ্যাসের অভাবে। বাড়তি দামে জ্বালানি কিনেও উৎপাদন ধরে রাখা যাচ্ছে না। বিদ্যুতের দাম বাড়ায় ছোট থেকে মাঝারি এবং বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন খরচ বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের সময়টাও ভালো যাচ্ছে না। জো বাইডেন প্রশাসন অবশ্য বলছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। তবে উন্নতির তাগিদ দিয়েছে শ্রম আইনের। ব্যবসার খরচে লাগাম টানা না গেলে আগামীতে কঠিন হবে প্রতিযোগিতায় টিকে থাকা, মত উদ্যোক্তাদের।