২৯/০১/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উৎসবে মাতল কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়: মেধা ও মননের মিলনমেলা

নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ নানা ক্রীড়া এবং গান, আবৃত্তি ও নাচে অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন-এর সভাপতিত্বে এবং শিক্ষক মো. শাহজাহান কবীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে কেবল পড়াশোনা যথেষ্ট নয়, পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।”

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন