আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টার আগেই, কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। তবে, রাজধানীজুড়েই ছিলো বৃষ্টি আর যানজটের ভোগান্তি। শিক্ষার্থীদের চাওয়া, ভরা বর্ষায় যেনো পরীক্ষা না নেয়া হয়। এদিকে, বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত থাকছে ৮ জুলাই পর্যন্ত।
সকাল থেকেই বৃষ্টি আর তীব্র যানজট। এর মধ্যে দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।
১০টায় পরীক্ষা শুরু। তার আগেই পৌঁছাতে হবে কেন্দ্রে। তবে, রাস্তায় ভোগান্তির যেনো শেষ নেই। পরীক্ষার্থী আর অভিভাবকদের দাবি, আগামীতে ভরা বর্ষায় যেনো পরীক্ষা না নেয়া হয়।
পরীক্ষার্থীরা অবশ্য, যথাসময়ে সিলেবাস শেষ করে পরীক্ষার দিতে পারায় খুশি।
গত ২ এপ্রিল পরীক্ষার সূচি ঘোষণা হয়। সে অনুযায়ী, প্রথম দিনে হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শেষ হবে আগামী ১১ আগস্ট। এদিকে, সিলেট বিভাগে বন্যার কারণে, আগামী ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকছে। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে।