29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে, মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

চলতি বছরের এইএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ । আজ বুধবার বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়েএই সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে কী পদ্ধতিতে মূল্যায়ন হবে সেটি এখনও ঠিক করা হয়নি।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি পরীক্ষার্থীদেরও অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে। অনেকেই বলছেন, পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। এরই মধ্যে নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাকও দেয় তারা।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকবে। বিকালে সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তবে কীভাবে মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীরা ট্রমায় আছে। আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টি আছে। এ কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে।

গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের বাকি থাকা বিষয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষায় না দেওয়ার দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি তোলেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন