21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বিজ্ঞাপন

বড় জমায়েত নিয়ে জুমা আদায়

এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে সাদপন্থিরা

বড় জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থিরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সাদপন্থিরা মসজিদ এলাকায় আসতে শুরু করে। আস্তে আস্তে তাদের জমায়েত অনেক বড় হয়। দুপুর ১২টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা।

প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে, রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।

বড় জমায়েত নিয়ে কাকরাইলে জুমা আদায়
কাকরাইল মসজিদে ‘২ সপ্তাহর অবস্থানে’ সাদপন্থিরা

আগামী দুই সপ্তাহের জন্য অবস্থান নিতে ঢাকার কাকরাইল মসজিদে জড়ো হয়েছেন তাবলিগ জামাতের একাংশ সাদপন্থিরা।

শুক্রবার সকাল ৮টার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করে ‘সমঝোতার ভিত্তিতে’ তাবলীগের অপর অংশ জোবায়েরপন্থিদের কাছ থেকে ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে পুলিশের ভাষ্য।

সারাদেশ থেকে আসা সাদপন্থিরা এদিন সকাল থেকেই কাকরাইল মসজিদ অভিমুখে আসতে থাকেন। ঢাকার বিভিন্ন এলাকা হয়ে হাজার হাজার সাদপন্থিকে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়।

এক দফা দাবি

এক দফা দাবি নিয়ে তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৮টায় তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

মো. সায়েম বলেন, ‘আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা।’

তিনি আরও বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী আমরা আমল করে যাবো, তবে আমরা আমাদের আমির মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার ১ দফা দাবি নিয়ে জুমার আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় করছি। জুমার পর আমরা আমাদের অবস্থান থেকে মসজিদে ফিরে আমল করতে শুরু করবো।’

এদিকে কাকরাইল এলাকায় মাওলানা সাদ অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনএ/

আরও পড়ুন: শিক্ষককে বরখাস্তের দাবিতে অভিভাবকদের মানববন্ধন
দেখুন: সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন