১৫/০১/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

একদল লোক নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে: মির্জা আব্বাস

একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে মির্জা আব্বাস এমন মন্তব্য করেন।

মির্জা আবাবস বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। ১৭ বছরের আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্থরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে। একেবারে সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত। তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। চাচ্ছে না দেশে গণতন্ত্র ফিরুক। আর আরেকশ্রেণির লোক আছে, ক্ষমতায় বসে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে।’

ভোটাধিকারের দাবিতে আবার আন্দোলনে নামার কথা জানিয়ে তিনি বলেন, সরকারের অনেক আমলারা যা বলছে, তাতে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে। বাংলাদেশের জনগন গত ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আমরা আন্দোলন নামবে।

দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে প্রধান অিতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন।

খালেদা জিয়ার অসুস্থতার জন্যও আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে এই মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। অনেকেই বলে ফুড পয়েজনিং করে অসুস্থ করা হয়। এমনকি চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার চেষ্টা চালানো হয়েছিলো। তাই খালেদা জিয়ার এই অসুস্থতা স্বাভাবিক না।

বিজ্ঞাপন

পড়ুন: খারাপ লোক দলে নেয়া যাবে না, প্রয়োজনে কেউ সদস্য হবে না: মির্জা আব্বাস

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন