সুনামগঞ্জে নির্বাচনী মাঠে ভিন্ন ধারা দেখা গেছে শনিবার। সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনের জামায়াতের দুই প্রার্থী একই দিনে যৌথভাবে প্রচারণা শুরু করেন। সকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের জমায়েতের পর শতাধিক মোটরসাইকেলের শোডাউন বের হয়। এই দৃশ্য স্থানীয়ভাবে নির্বাচনী পরিবেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দুই আসনে পথসভা, জনসমাগম ও কৌতূহল শোডাউনটি প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গিয়ে সুনামগঞ্জ-৪ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসু উদ্দিনের পথসভায় সমাপ্ত হয়। পরে একই বহর সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খানের সমর্থনে তাহিরপুরে দ্বিতীয় পথসভায় অংশ নেয়। উভয় স্থানে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক সাধারণ মানুষের কৌতূহলী ভিড়ও লক্ষ্য করা গেছে।
প্রচারনায় নতুন বার্তা ও পুরোনো প্রেক্ষাপট বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে। তারা দাবি করেন, রাজনৈতিক পরিবেশ এখন পরিবর্তিত এবং ভোটাধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা জোরালো। প্রচারণায় ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন বাস্তবতায় শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান উঠে আসে। স্থানীয়ভাবে ভোটারদের মাঝে সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিয়ে আলোচনা বাড়ছে।যৌথ প্রচারণায় সমন্বয়ের ইঙ্গিত
একই দিনে দুই আসনের শোডাউন ও পথসভা স্থানীয়ভাবে নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এ ধরনের সমন্বয় সুনামগঞ্জে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আয়োজন আসন্ন নির্বাচনে আঞ্চলিক সমর্থন ও সংগঠনের শক্তি প্রদর্শনের ইঙ্গিত বহন করে।
প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও শেষ ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয় ভোটাররা। তাদের প্রত্যাশা—প্রতিশ্রুতি শুধু কথা না থেকে বাস্তবে রূপ নিক এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এখন নজর সুনামগঞ্জের ভোটের মাঠে কী পরিবর্তন দেখা যায় তার দিকে।
পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
দেখুন: টপ ফোর: সেরা প্রতিবেদন একসাথে
ইম/


