25 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

এক দিন প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ ইসলাম : প্রেস সচিব

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্র সমন্বয়ক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নাহিদের পদত্যাগকে কেন্দ্র করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে নাহিদকে দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব উল্লেখ করে বলেন, ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সী তিনি ইতিমধ্যেই একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আরও অনেক দিন তিনি দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন। হয়তো এক দিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

এই মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির আহ্বায়কের দায়িত্ব নাহিদ ইসলাম নিতে পারেন বলে জানা গেছে।

পড়ুন : ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন