মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। এতে এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত একটি গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে।
ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পিএসএলভির ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।
পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
আর/


