বছরখানেক বিরতির পর আবারও আখাউড়ায় শুরু হতে যাচ্ছে হযরত শাহ্ সৈয়দ আহমদ গেছু-দারাজ (রহ.)-এর পবিত্র ওরস মোবারক। আগামী ১০ আগস্ট শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে এ আধ্যাত্মিক আয়োজন। ওরসকে ঘিরে ইতিমধ্যে ভক্তদের ঢল এবং উৎসবের আমেজে মুখর আখাউড়া উপজেলা।
সোমবার বেলা সাড়ে ১১টায় মাজার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে জানানো হয়, ১৪ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি জি এম রাশেদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম, সদস্য কাজী শরীফ খাদেম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন, সদস্য তাকদির খান খাদেম, ইলমান উদ্দিন, কামরুল হাসান খাদেম, শাকিল উদ্দিন খাদেম, কাজী রূপম খাদেম প্রমুখ।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আয়োজকরা জানান, ওরস চলাকালে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি নিয়োজিত থাকবে। এছাড়া মাজার সংলগ্ন রেলপথে ট্রেন যাতে ধীরে চলে, সে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, ওরস উপলক্ষে জমে উঠছে মেলার প্রস্তুতি। প্রায় তিন শতাধিক দোকান বসবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে অনেক ভক্তই মাজারে এসে পোঁছেছেন।
এবারের মেলার ইজারা ডাক হয়েছে ৬৫ লাখ টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে আরও ২০ লাখ টাকা আয়ের আশা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
পড়ুন: আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার
এস/


