21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

এক মঞ্চে বসলেন তাহসান-মিথিলা

বিচ্ছেদের ৭ বছর পর প্রথমবারের মতো একমঞ্চে দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ২০১৭ সালে বিচ্ছেদের পর লম্বা সময় একসঙ্গে দেখা যায়নি তাদের।

তবে বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিলো সব সময়। সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন তারা দু’জন।

সম্প্রতি তারা ওটিটি প্লাটফর্ম চরকির জন্য ‘বাজি’, নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। ঈদে স্ট্রিমিং হবে এটির। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। সে উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে।


বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি চরকি।

এ বিষয়ে তাহসান বলেন, ‘বাজির গল্পটি দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক– এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’

সিরিজটিতে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন