25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এক সপ্তাহে ১২ অজ্ঞাত লাশ উদ্ধার!

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নরসিংদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ অক্টোবর) টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল রেলরুটের কালিয়াকৈর কলেজ রোড সংলগ্ন রেলগেট এলাকা থেকে, অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

শুক্রবার (১১ অক্টোবর) গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক সড়কের পাশে ফসলি জমি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর নামক জায়গায় ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা নিহত ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল।

শনিবার (১২ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের রেলগেটের পাশ থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে রাসমনী ঘাটের উত্তরে, সাগরপাড় লিংক রোডের পাশে হাত বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় তার হাত পিছন থেকে বাধা ছিল। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে পাবনা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরার তালা উপজেলার শুভাশুনি এলাকার একটি জমির পাশের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। জমিতে সার দিতে গিয়ে লাশটি দেখতে পান এক নারী।

সোমবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের বাজে বাকসা নামক এলাকা সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি ভিন্ন স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুটি লাশ উদ্বার করা হয়। উপজেলার কালিঘাট চা বাগান থেকে একজনের মরদেহ এবং ডলুছড়া এলাকা থেকে অন্যজনের লাশ উদ্বার করে পুলিশ। এর মধ্যে একজনের গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন ছিল।

বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরে হাত-পা বাঁধা ও আঙুল কাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মহানগরীর সদর থানার সামন্তপুর এলাকার একটি জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের দুই হাতের বৃদ্ধাঙুল দুইটি ছাড়া অন্য আটটি আঙুল কাটা অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন