১৪/০১/২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এক কাতলের দাম- ১লক্ষ সাড়ে ২২ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদী মোহনার মানিকগঞ্জের নেছড়াগঞ্জ এলাকার নদীতে জেলে মনি হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বড় কাতল মাছ।মাছটির দাম হাঁকা হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৫ শত টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ১১টার দিকে মাছটি জেলে মনি হালদারের কাছ থেকে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে ওই মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে বিক্রির জন্য দৌলতদিয়া তার নিজস্ব মাছের আড়তে রেখে দিয়েছেন।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, আজ সকালের দিকে আমার আড়তে জেলে মনি হালদার মাছটি নিয়ে আসলে বিশাল আকারের এই কাতল মাছটি আমি ৩ হাজার ৫ শত টাকা কেজি দরে মোট ১ লক্ষ সাড়ে ২২ হাজার টাকায় কিনে নিয়েছি।


তিনি আরো বলেন, এই মৌসুমে ৩৫কেজির মতো কাতল মাছ হাতে গোনা দুই- একটি ধরা পড়ে। এতো বড় মাছ কিনে আমি অনেকটা খুশি। কাতল মাছটি বিক্রির জন্য দরদাম ঠিক হচ্ছে,ভাল ক্রেতা পেলে মাছটি বিক্রি করে দিবো।

পড়ুন- তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

দেখুন- বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যা বললেন তারেক রহমান | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন