এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘লিডিং দ্য চেঞ্জ’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগীয় ও জোনাল প্রধানসহ সারা দেশের শাখা ও উপশাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সম্ভাবনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে টেকসই, সুশাসিত ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বয়ংক্রিয়তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোত্তম কর্পোরেট গভর্ন্যান্সকে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলের মূল উপাদান হিসেবে উল্লেখ করেন।
পড়ুন: আবারও স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল ইতিহাসের সব রেকর্ড
আর/


