21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

এবারের ইউরোকাপ জার্মানির হাতেই দেখছেন সমর্থকরা

এই মাসেই শুরু হচ্ছে ইউরোকাপ সেরার লড়াই। যেখানে স্বাগতিক জার্মানির হাতেই কাপ দেখছেন সমর্থকেরা। স্বাগতিক দেশ বলে জার্মানদের সেই স্বপ্নটা বেড়ে দাঁড়িয়েছে আরো কয়েকগুণ। টনি ক্রুস, থমাস মুলার ও ম্যানুয়েল নয়্যাররা হয়তো শেষবারের মতো ইউরোকাপে মাঠে নামবে দেশের হয়ে। তাই সমর্থকদের বিশ্বাস ট্রফি হাতেই শেষটা রাঙাবেন এই তারকারা।

জুনের মাঝামাঝি শুরু হচ্ছে এবারের ইউরোকাপ সেরার লড়াই। যেখানে হট ফেভারিট দল জার্মানি। ঘরের মাঠে খেলা বলে ট্রফি জয়ের সম্ভাবনাটাও অনেক বেশি। তিনবারের চ্যাম্পিয়নরা তাই দাঁড়িয়ে চতুর্থ শিরোপার সামনে।

পাওয়ার হাউজ খ্যাত জার্মানদের সমর্থন দিতে ঢাকায় মিলিত হয় বাংলাদেশের জার্মানি ভক্তরা। প্রিয় দলকে ভালোবাসার সুবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন রাজধানীতে। এসময় একই রঙের জার্সি গায়ে মিলিত হন জার্মান ফুটবলের ডাই হার্ড সমর্থকরা।

নয় বছর পার করা এই ফ্যানস ক্লাবের পক্ষ থেকে কাটা হয় কেক। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। একসাথে হতে পেরে উচ্ছাস প্রকাশ করেন এখানে আসা ভক্তরা।

এবারের ট্রফি জার্মানির হাতেই উঠবে, এমন বিশ্বাস এই গ্রুপের এক লাখ ২০ হাজার সমর্থকের।

গত কয়েক বছর ধরে ছন্দে নেই জার্মান ফুটবল দল। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এবার সব হতাশা দূর করতে চান ঘরের মাঠে।

টনি ক্রুস, থমাস মুলার ও ম্যানুয়েল নয়্যারের এবারই হয়তো শেষবারের মতো ইউরোকাপে মাঠে নামবে দেশের হয়ে। তাই সমর্থকদের বিশ্বাস ট্রফি হাতেই শেষটা রাঙাবেন এই তারকারা।

এবারের আসরে এ গ্রুপে খেলবে নাগেলসম্যানের শিষ্যরা। যেখানে বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। আগের হতাশা ভুলে নতুন করেই মাঠে নামবে পাওয়ার হাউজরা। এমনটাই বিশ্বাস জার্মান ফ্যানদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন