এবার ক্ষমতার পর পাল্টে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার পতাকাও। বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার মাধ্যমে পাল্টে গেছে সিরিয়ার পতাকাও। এরই মধ্যে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় দূতাবাসগুলোতেও উড়ছে দেশটির এই নতুন পতাকা।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মূলত আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো। আসাদের পতনের পর সে পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষি খাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে। সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট এবং সংগ্রামকে প্রতিফলিত করে।
পতাকায় থাকা তিনটি তারা সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল- দামাস্কাস, আলেপ্পো এবং দেইর ইজোরের প্রতিনিধিত্ব করে। এ অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে।
এনএ/