23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এবার নাটকে অভিষেক মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার

শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন মেহজাবীন। এবার বড় বোন মেহজাবীন চৌধুরীর পথেই পথচলা শুরু করছেন মালাইকা চৌধুরী।

মালাইকা এবার শুরু করেছেন ‘সন্ধিক্ষণ’ নাটকে অভিনয়। এই নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে দেখা যাবে তাকে। মেহজাবীনের গল্পে নাটকটি রচনা ও নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এ বিষয়ে মালাইকা বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।’

তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

প্রসঙ্গত, চলতি বছরেই ইউটিউবে মুক্তি পাবে মালাইকার ‘সন্ধিক্ষণ’। এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন