দেশের চারটি দাখিল মাদ্রাসার প্রধানদের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, জাল সনদ ব্যবহার এবং অযোগ্য প্রার্থীদের এমপিওভুক্তির চেষ্টা করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (ডিএমই)। সম্প্রতি চারটি পৃথক চিঠিতে এসব প্রতিষ্ঠান প্রধানকে এমপিও নীতিমালা ১৮ দশমিক ১ (গ) ও (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে ১৬ ও ১৭ জুনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমই সূত্রে জানা গেছে, গাইবান্ধা, যশোর, ময়মনসিংহ ও ভোলা জেলার সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয় এবং একাধিকবার এমপিওর জন্য আবেদন করা হয়েছে, যদিও আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ছিল না।
এরমধ্যে গাইবান্ধার মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আবদুল জলিল একাধিকবার সহকারী শিক্ষক (ইংরেজি) পদে লাকী বেগম নামের একজন অযোগ্য প্রার্থীর জন্য নতুন এমপিও আবেদন পাঠান। যদিও তাকে আগেই এমপিও নীতিমালা অনুসারে এ ধরনের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
যশোরের বাজেদুর্গাপুর দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মো. হাসানুজ্জামান জাল ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ইবতেদায়ী প্রধান, কারি ও অফিস সহকারী পদে তিনজন কর্মচারীর এমপিওর জন্য জুন ২০২৩ ও মে ২০২৫ সালে আবেদন করেন।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে গায়েবী মাদ্রাসায় দুদকের অভিযান, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বসানো হলো মাদরাসায়
দেখুন: রূপগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের ঘু ষ লেনদেনের ভিডিও ভাইরাল
এস


