18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

এমপি আনারের মরদেহ না পাওয়ায় স্বজনদের উদ্বেগ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারের গুম, হত্যার ব্যাপারে একের পর এক লোমহর্ষক ঘটনা সামনে আসছে। মরদেহের হদিস পাওয়ার আশা এখন অনেকটাই ক্ষীণ। এমন অবস্থায় আশঙ্কা ও হতাশা প্রহর কাটছে স্বজনদের।

কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় কালীগঞ্জসহ ঝিনাইদহের হাজারো মানুষ। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার ২ দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে।

এদিকে সকালে কালীগঞ্জ পৌঁছেছেন নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার সঠিক বিচার চেয়েছেন তিনি।

আনারের বাসভবন এবং দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক ঘোষণা করেছে। এমপির জন্য দোয়ারও আয়োজন করা হয়।

ব্যাপক আলোচিত এ হত্যার ঘটনায় কয়েকজনকে আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে মুল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন