আওয়ামী লীগের সাবেক এমপি সাজেদা চৌধুরীর দুই ছেলে ক্ষমতার দাপটে ত্রাস সৃষ্টি ফরিদপুরে। ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নিয়ে গঠন করেছিলো মামা বাহিনী। এখন তারা পালিয়ে আছে। আর মুখ খুলছে তাঁদের হাতে নির্যতিতরা।
২০০৮ থেকে টানা ১৪ বছর ফরিদপুর-২ আসনে এমপি ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। এসময়ে তার দুই ছেলে বাবলু ও লাবু মায়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তোলে ত্রাসের রাজত্ব। সৃষ্টি করে সম্পদের পাহাড়।
২০১৮ সালে দলীয় কোন্দলে এলাকা ছাড়েন বাবলু। চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অনিয়ম-দুর্নীতির চক্র তখন চলে আসে ছোট ভাই লাবুর নিয়ন্ত্রণে। ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নিয়ে সে গঠন করে ‘মামা বাহিনী’।
প্রতিবাদ করলেই মিথ্যা মামলার শিকার হতো মানুষ। চাঁদাবাজির টাকা না পেলে চলতো নির্মম নির্যাতন। এখন মুখ খুলছেন তারা। সরকারের কাছে শাস্তির দাবি তাঁদের।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সম্পদ গড়ার অভিযোগও রয়েছে সাজেদা চৌধুরীর দুই ছেলের বিরুদ্ধে।
মায়ের মৃত্যুর পর ২০২২ সালের পর গেলো নির্বাচনেও এমপি হন সাজেদাপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু। গত ৫ আগস্ট সরকার পতনের পরেই এলাকা ছাড়েন তিনি।
টিএ/