১৫/০১/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এমিনেন্ট বয়েজ পিরোজপুরের উদ্যোগে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি‎‎

‎“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ পিরোজপুর তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে। গত ৩, ৪ ও ৫ অক্টোবর পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা ফলজ, বনজ, ঔষধি ও নানাবিধ প্রজাতির পাঁচ সহস্রাধিক চারা রোপণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জাকির হোসেন রোকন।
‎এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হাকিম, ‎দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ক্রীড়া সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ সরদার, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

‎এ সময় প্রধান অতিথি ডা. মুহাম্মদ আরিফ হাসান বলেন, ‎“এমিনেন্ট বয়েজ শুধু একটি নাম নয়, এটি একটি মানবিক সংগঠন। আত্মমানবতার সেবায় এবং দেশের প্রতিটি দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে এমিনেন্ট বয়েজ পিরোজপুর এবং আগামীতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন‎

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন