21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

এসএসসির গণ্ডি পার, আজ উচ্ছ্বাস-হুল্লোড়ের দিন

স্কুলের গন্ডি পেরিয়ে, স্বপ্নটা এখন আকাশ ছোঁয়ার। শিক্ষা জীবনের প্রথম বড় প্রাপ্তি, উচ্ছ্বাসটা তাই বাঁধভাঙা। আনন্দ উল্লাসে দিন কাটালো এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, এবার কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের পালা।

সকাল থেকে চাপা উত্তেজনা আর উৎকণ্ঠা। দুপুর নাগাদ আনন্দের বর্ণচ্ছটা। বাঁধভাঙা উচ্ছ্বাসই বলে দিচ্ছে, দিনটা স্বপ্ন জয়ের।স্লোগান, চিৎকার আর হৈ-হুল্লোড়ে মাতোয়ারা চারদিক। বাদ্যযন্ত্রের তালে তালে চোখেমুখে তৃপ্তির ঢেকুর।

পরীক্ষার ফল জানা গেছে অনলাইনেই। কিন্তু, ক্যাম্পাসে না এলে যেনো, আনন্দে খামতি থেকে যায়। প্রিয় বন্ধুদের ছাড়া কী আর হুল্লোড় জমে? কৃতিত্বের ভাগ শিক্ষক আর অভিভাবকদেরও। তাদের প্রত্যাশা, আরও এগিয়ে যাক আগামীর প্রজন্ম।

মেধাবীদের হাত ধরে নতুন আলো ফুটুক আগামীর বাংলাদেশে। এমন প্রত্যাশাই আজ সবার মনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন