32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ওমরা করতে মক্কায় চিত্রনায়িকা বর্ষা

পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে ওমরাহ হজ পালন করতে মক্কা গেছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সৌদিআরব থেকে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ওমরাহ হজ পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন বর্ষা।

গতকাল রবিবার নিজের ভেরিফাইড ফেসবুকে হজ পালনের চারটি ছবি আপলোড করেন তিনি।

ক্যাপশনে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো।

সৌদি আরবে ওমরাহ হজ পালন প্রসঙ্গে তথ্য জানতে বর্ষার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬ মার্চ হজ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় এসেছি।

বর্ষা আরও বলেন, হজ পালন শেষে আশা করছি ১৩ মার্চ ঢাকায় ফিরবো।

সর্বশেষ ২০২৩ সালে কিল হিম সিনেমায় দেখা যায় বর্ষাকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেন তিনি।

বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’।

পড়ুন : এবারও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

দেখুন : এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি চিত্রনায়িকা কেয়ার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন