হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ওয়ারিশ সনদ নিয়ে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রায়হান উদ্দিন নিজেকে আব্দুল মান্নানের ছেলে দাবি করে এক সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদ সম্মেলনে ভুক্তভোগী রায়হান উদ্দিন অভিযোগ করেন, তিনি আব্দুল মান্নানের আরেক ছেলে হলেও ঘুষ ও অনৈতিক লেনদেনের মাধ্যমে তার নাম ইচ্ছাকৃতভাবে ওয়ারিশ সনদ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার তার ভাই-বোনদের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাকে পারিবারিক তালিকা থেকে বাদ দেন।
রায়হান উদ্দিন আরও জানান, এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে সোনাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনকে। রায়হান উদ্দিনের নাম ওয়ারিশ সনদে অন্তর্ভুক্ত করে দপ্তরকে অবহিত করার নির্দেশ দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ৯ নং ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
সংবাদ সম্মেলনে রায়হান উদ্দিন আরও অভিযোগ করেন ৯ নং ওয়ার্ড মেম্বার আলতাব হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন যদি বাড়াবাড়ি করস পরিণতি ভালো হবে না বলে জানা তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি তার জাতীয় পরিচয়পত্রের ভেরিফাই কপি উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ভুক্তভোগী রায়হান উদ্দিন দ্রুত তার নাম ওয়ারিশ সনদে অন্তর্ভুক্তসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
যাতে কোন মেম্বার চেয়ারম্যান কোন ওয়ারিশকে এভাবে বাদ দিতে না পারেন সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান সাংবাদিকদের।
পড়ুন: ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি
আর/


