ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে আজ দুপুর ১টায় শহরের রঘুনাথপুরস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা বিএনপির সাবেক আহবায়ক হযরত আলী, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবুসহ অনেকেই।
বক্তারা বলেন, জুলাইযোদ্ধা হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাই এই হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তারা।
পড়ুন : ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি


