ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা।
বৃহস্পতিবার রাতে স্থানীয় দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বকুলতলা চত্বরে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম নুর, ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আহবায়ক শাকিল হাসান ও শহর শাখার সদস্য সচিব মোঃ রাকিব।
এ ছাড়াও এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ শহরের ফৌজদারি চত্বরে সড়কের উপর টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় বক্তারা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
পড়ুন : জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ


