ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শাকিল হাসান, যুগ্ম আহ্বায়ক আহসান ইসলাম আলিফ, যুগ্ম সদস্য সচিব নাফি রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এহসান নাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সরকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা মূল অভিযুক্তদের পরিবারের সদস্য হলেও প্রকৃত হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। বিচার প্রক্রিয়া নিয়েও তালবাহানা করা হচ্ছে বলে সমাবেশ থেকে দাবি করা হয়।
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
পড়ুন : জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত


